মিটারের আবেদন অনুসন্ধান করার সঠিক নিয়ম ২০২৪

মিটারের আবেদন অনুসন্ধান করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে www.rebpbs.com এই ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনি মিটারের আবেদন অনুসন্ধান করতে পারবেন। নিচে মিটারের আবেদন অনুসন্ধান করার সঠিক নিয়ম বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। 

মিটারের আবেদন অনুসন্ধান

বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। বিদ্যুৎ ব্যতীত আমরা একেবারেই অচল। বাংলাদেশে প্রায় সব জায়গাতেই এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। তাই যে কেউ খুব সহজেই এখন নতুন বিদ্যুৎ সংযোগ নিতে পারে। 

অনেকেই বিদ্যুৎ অফিসের লোকজনের সাথে যোগাযোগ করে মিটারের জন্য আবেদন করে থাকে। সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ বহন করতে হয়। চাইলে আপনি নিজেই মিটারের জন্য আবেদন করতে পারবেন। 

মিটার আবেদন করার জন্য যে সকল তথ্য এবং কাগজপত্রের প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে আপনার ধারণা কম থাকলে অভিজ্ঞ একজন ইলেকট্রিশিয়ানের মাধ্যমে মিটারের আবেদন করতে পারেন। যাই হোক, মিটারের জন্য কিভাবে আবেদন করতে হয় সেই সম্পর্কে এই আর্টিকেলটির শেষের দিকে আলোচনা করা হবে। 

আর্টিকেলটির এই অংশে মিটারের আবেদন অনুসন্ধান করার সঠিক নিয়ম উল্লেখ করা হবে। অর্থাৎ আপনি যদি ইতোমধ্যেই মিটারের আবেদন করে থাকেন, তাহলে আবেদনের অবস্থা কি? বা কতদিন পরে আপনি সংযোগ পেতে পারেন তা জানতে নিম্ন বর্ণিত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করুন।

ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সহজেই মিটারের জন্য আবেদন অনুসন্ধান করতে পারবেন। মিটারের আবেদন অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। www.rebpbs.com

এই ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের চিত্রের মত একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সেখানে মেনু বারে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলোর মধ্য থেকে " আবেদন" যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। 

সেখানে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো ড্রপ ডাউন অপশন চলে আসবে। ড্রপডাউন মেনু গুলোর মধ্য থেকে "আবেদনের সর্বশেষ অবস্থা জানুন" এই অপশনটিতে ক্লিক করতে হবে। 

"আবেদনের সর্বশেষ অবস্থা জানুন" এই অপশনটিতে ক্লিক করলে নিচের মতো আরেকটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। মূলত, এখানেই আপনি মিটারের আবেদন অনুসন্ধান করতে পারবেন। নিচের চিত্রে দেখতে পাচ্ছেন যে সেখানে দুইটি ফাঁকা ঘর রয়েছে সেখানে আপনাকে ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার সাবমিট করতে হবে। এরপর সাবমিট করুন বাটনে ক্লিক করলেই আপনি মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।


উল্লেখ্য আপনি যখন মিটারের জন্য আবেদন করবেন তখনই আপনাকে ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হবে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করে রাখতে হবে। কেননা আপনার যদি পিন নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার হারিয়ে ফেলেন, সে ক্ষেত্রে কিন্তু আপনি মিটারের আবেদন অনুসন্ধান করতে পারবেন না। সবকিছু ঠিকঠাক থাকলে নিজের চিত্রের মত আপনারা আবেদনের সর্বশেষ অবস্থা জানতেই পারবেন। 


নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

নতুন মিটারের জন্য আবেদন করতে চাইলে সর্বপ্রথম আপনাকে এই লিংকে যেতে হবে। http://www.rebpbs.com/UI/App/frm_main_application.aspx. এই লিংকে প্রবেশ করলে নিজের চিত্রের মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। 


উপরের চিত্রে দেখতে পাচ্ছেন যে, অনেকগুলো তথ্য পূরণ করতে হবে। তাই যদি আপনি সবগুলো তথ্য নিজে নিজে পূরণ করতে না পারেন সে ক্ষেত্রে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের সাহায্য নিতে পারেন। এতে করে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে এবং আপনার কোন কোন কাগজপত্র লাগবে তা সংগ্রহ করতে সাহায্য করবে। তাই একজন ইলেকট্রিশিয়ানের তত্ত্বাবধানে মিটারের আবেদন করা উচিত। 

উপরে উল্লেখিত সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পরে পল্লী বিদ্যুতের যাবতীয় শর্ত সম্বলিত লাল অক্ষরের লেখা গুলোর পাশে যে ফাঁকা ঘটি রয়েছে সেখানে টিক চিহ্ন দিতে হবে। এরপর নিচে কিছু সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো ফাঁকা করে বসাতে হবে এবং সব শেষে " সংরক্ষণ করুন" এই বাটনটিতে ক্লিক করতে হবে। 


সংরক্ষণ করুন এই বাটনটিতে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এরপরে আবেদনের যাবতীয় তথ্য আপনার সামনে শুরু করবে সকল তথ্যগুলো ভালোভাবে দেখে নিবেন এবং নিচে "ডাউনলোড করুন" নামের একটি অপশন পাবেন সেই অপশনে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। 

আবেদন পত্রটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। চাইলে সেটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন। কেননা আবেদন পত্রে ট্রাকিং নাম্বার এবং ট্রাকিং নাম্বার রয়েছে, এই নাম্বার গুলো ব্যবহার করে পরবর্তীতে আপনি আবেদনের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। 

মিটারের জন্য আবেদন কিন্তু এখানেই শেষ নয়। এটি হচ্ছে প্রাথমিক আবেদন। এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে, আর তা হল হাউস ওয়ারিং। আপনি যদি যথাযথভাবে হাউস ওয়ারিং না করেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই মিটার পাবেন না। তাই মিটারের আবেদন করার পরে অবশ্যই আপনাকে হাউস ওয়ারিং করতে হবে এরপরে হাউস ওয়ারিং করার যাবতীয় তথ্য সাবমিট করতে হবে। 

হাউস ওয়ারিং এর যাবতীয় তথ্য সাবমিট করার জন্য আপনাকে এই লিংকে প্রবেশ করতে হবে: http://www.rebpbs.com/UI/frm_OCWiringClaimed.aspx এই লিংকে প্রবেশ করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে আপনাকে পিন নাম্বার এবং ট্রেকিং নাম্বার দিতে হবে। পিন নাম্বার এবং ট্রাকিং নাম্বার সাবমিট করলে আপনার সামনে একটি ফরম ওপেন হয়ে যাবে। 

মনে রাখবেন, হাউস ওয়ারিং এর তথ্য সকাল আটটা থেকে বিকাল পাঁচটার মধ্যেই দিতে হবে। অন্য সময় হাউস ওয়্যারিং এর তথ্য গ্রহণ করা হয় না। যাইহোক, সেখানেও আপনাকে অনেকগুলো তথ্য প্রদান করতে হবে বিশেষ করে আপনি যেই ইলেকট্রনিক্সের দোকান থেকে মালামাল করে করেছেন সেই দোকানের ক্যাশ মেমো লাগবে। 

আপনি যেই ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ওয়ারিং করেছেন তার নাম এবং ফোন নাম্বার লাগবে এবং আরো অনেক তথ্য প্রয়োজন হবে। তাই পূর্বেই বলা হয়েছে যে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। 

মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা

মিটারের আবেদন অনুসন্ধান করার সঠিক নিয়ম ইতোমধ্যেই উপরে বিস্তৃতভাবে উল্লেখ করা হয়েছে। উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করার মাধ্যমে খুব সহজে আপনি মিটার আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তাই যদি আপনি উপরে উল্লেখিত তথ্যগুলো পড়ে না থাকেন তাহলে পড়ে নিতে পারেন আশা করি উপকৃত হতে পারবেন। 

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন

পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন করার সঠিক নিয়ম সম্পর্কে উপরে বিস্তার আলোচনা তুলে ধরা হয়েছে। আশা করি উপরে উল্লেখিত তথ্য গুলো মনোযোগের সাথে পড়েছেন যদি আপনি উপরে উল্লেখিত তথ্যগুলো মনোযোগের সাথে পড়ে থাকেন, তাহলে আশা করি পল্লী বিদ্যুৎ নতুন মিটারের জন্য আবেদন করতে আপনার কোন সমস্যা হবে না। 

প্রিপেইড মিটারের সকল কোড

আপনি যদি প্রিপেইড মিটার ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানার প্রয়োজন পড়ে। নিচে প্রিপেইড মিটারের সকল কোড তুলে ধরা হয়েছে। নিম্ন বর্ণিত কোড গুলো ব্যবহার করে খুব সহজে আপনি যেকোনো সময় ঘরে বসে থেকেই যেকোনো ধরনের তথ্য জানতে পারবেন।

  • মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ 800 কিলোওয়াট-ঘন্টা(kWh)
  • বর্তমান টাকার পরিমাণ 801
  • এলার্মবন্ধ 812
  • বর্তমান মাসের বিদ্যুৎ সেবহারে পরিমাণ 814 কিলোওয়াট-ঘন্টা(kWh)
  • গতরিচার্জেরতারিখ 815 DD/MM/YYYY
  • তারিখ 802 DD/MM/YYYY
  • ফ্রেন্ডলীমোডটাকারব্যবহারেরসময় 896 ঘন্টা
  • ফ্রেন্ডলীমোডশুরুরসময় 897 DD/MM/YYYY HH:MM
  • ফ্রেন্ডলীমোডশেষসময় 898 DD/MM/YYYY HH:MM
  • সময় 803 HH:MM
  • মিটারনাম্বার 123456789
  • জরুরী টাকার পরিমাণ 810 
  • টোকেন সিকুয়েন্স 889
  • ফ্রেন্ডলী মোডটাকার পরিমাণ 894 
  • ফ্রেন্ডলী মোড কয়দিন ব্যবহারকরা যাবে 895 দিন
  • গত রিচার্জের সময় 816 HH:MM
  • গত রিচার্জের পরিমাণ 817 
  • রিলে সংযোগ/রিলেবিচ্ছিন্ন 868
  • বর্তমান বিদ্যুৎসিমাKW 869 কিলোওয়াট(kW)
  • ফেজ ভোল্টেজ 870 ভোল্ট(V)
  • ফেজ কারেন্ট 874 অ্যাম্পিয়ার(A)
  • চলমান বিদ্যুৎKW 877 কিলোওয়াট(kW)
  • বর্তমান ট্যারিফ মূল্য 886 টা/kWh
  • বর্তমান স্টেপ ট্যারিফ 887
  • মূল্য দেখার ফিরতি টোকেন 888
  • গত১থেকে ১২মাসেরব্যবহৃতটা 788 টা
  • ইমার্জেন্সি/জরুরীব্যালেন্সনেয়া 981 টা
  • গত দৈনিক শক্তি গত৩০দিন,
  • ইউনিট:কিলোওয়াট। 881 কিলোওয়াট
  • সাপ্তাহিক ছুটির দিন 899
  • ফ্রেন্ডলীমোড অবস্থা
  • ব্যবহৃতছুটিরদিন 900
  • বর্তমানমাসেরব্যবহৃতটা 921
  • বর্তমানমাসেরব্যবহৃতটা 922 
  • গতমাসেরব্যবহৃতটা 923 টা
  • গত-২মাসেরব্যবহৃতটা 924
  • গত-৩মাসেরব্যবহৃতটা 925
  • গত-৪মাসেরব্যবহৃতটা 926 
  • গত-৫মাসেরব্যবহৃতটা 927 
  • গত-৬মাসেরব্যবহৃতটা 928 

উপসংহার

ইতোমধ্যে উপরে যে সকল তথ্য তুলে ধরা হয়েছে, আশা করি সেগুলো আপনার অনেক উপকারে আসবে। তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি আশা করি আপনার কাছে অনেক ভালো লেগেছে। চাইলে আপনি এই আর্টিকেলটি আপনার ফেসবুক কিংবা অন্য যে কোন সোশ্যাল প্রোফাইলে শেয়ার করতে পারেন, এতে করে অন্যরাও মিটারের আবেদন অনুসন্ধান করার সঠিক নিয়ম জানতে পারবে। 


Previous Post
No Comment
Add Comment
comment url

আরো পড়ুন